অবশেষে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বসতে যাচ্ছে পিসিআর ল্যাব। বিদেশগামীদের (সংযুক্ত আরব আমিরাত) করোনা টেস্ট করতে ৪টি প্রতিষ্ঠানকে পিসিআর ল্যাব স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে।
পিসিআর টেস্টের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬০০ টাকা। তবে বিদেশগামী কোনো বাংলাদেশি কর্মীর কাছ থেকে এ ফি আদায় করা যাবে না। এক্ষেত্রে ‘ফি’ পরিশোধ করবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
আরও পড়ুন: শাহজালালে বসবে আরটিপিসিআর ল্যাব, তবু কাটেনি অনিশ্চয়তা
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চারটি প্রতিষ্ঠানকে দ্রুত সময়ের মধ্যে ল্যাব স্থাপনের জন্য অনুমতি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিষ্ঠানগুলো হলো-ঢাকার প্রেসক্রিপশন পয়েন্ট ও ল্যাব এইড ধানমন্ডি, কুমিল্লার লাকসামের মডার্ন হসপিটাল প্রাইভেট লিমিটেড এবং চট্টগ্রামের শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি।
এদিকে ওই ৪ প্রতিষ্ঠানকে ইতোমধ্যে চিঠি ইস্যু করা হয়েছে। দ্রুত প্রতিষ্ঠানগুলো তাদের ল্যাব স্থাপনসহ যাবতীয় কাজ শুরু করবে।
সংশ্লিষ্টরা বলছেন, বিমানবন্দরে স্থান নির্বাচন ছাড়া পিসিআর টেস্টের আর কোনো কাজ বাকি নেই। তাই অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে যত দ্রুত সম্ভব কাজ শুরু করতে।
আলোকিত চট্টগ্রাম