‘সালিশি বৈঠকে’ পিটিয়ে খুন, মামলা হলেও গ্রেপ্তার হয়নি আসামি

ফটিকছড়িতে ‘সালিশি বৈঠকে’ আবু বক্কর বাবলু নামের এক যুবককে পিটিয়ে মারার তিনদিন পরও গ্রেপ্তার হয়নি কোনো আসামি। এ অবস্থায় নিহতের পরিবারের দাবি, আসামিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার।

রোববার (৩০ অক্টোবর) উপজেলার ধর্মপুর ইউনিয়নে পারিবারিক বিরোধ নিয়ে এক সালিশি বৈঠক হয়। সেখানে প্রতিপক্ষের লোকজন ওই যুবককে বেধড়ক মারধর করে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (২ নভেম্বর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় বৃহস্পতিবার (৩ নভেম্বর) নিহতের বাবা নুরুল আলম বাদী হয়ে ৪ জনকে আসামি করে ফটিকছড়ি থানায় মামলা করেন।

আরও পড়ুন: ত্রিভুজ প্রেমে খুন—দুবন্ধু জেলে গেলেও তরুণীকে ঘিরেই যত প্রশ্ন

এদিকে মামলার পরও চিহ্নিত আসামিদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

নিহতের বাবা মো. নুরুল আলম আলোকিত চট্টগ্রামকে বলেন, বৈঠকে মেম্বার জাহেদুল আলমের প্রশ্রয়ে আমার ছেলেকে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে মেরেছে। তিনি আমার ছেলেকে প্রতিবন্ধী সাজিয়ে অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছেন। মেম্বার কী আমার ছেলেকে প্রতিবন্ধী ভাতা দেন? ঘটনার তিনদিন পার হলেও এখনও কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। আমার ছেলে হত্যার বিচার চাই।

যোগাযোগ করা হলে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাসুদ ইবনে আনোয়ার বলেন, আবু বক্কর সিদ্দিক প্রকাশ বাবলু নামের এক যুবককে হত্যার অভিযোগ পেয়েছি। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm