পিটিয়ে খুন : ধানসিঁড়ি হোটেলের সামনে থেকে গ্রেপ্তার প্রধান আসামি মোবারক

মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর এলাকার আলোচিত মির হোসেন প্রকাশ মিরু হত্যা মামলার প্রধান আসামি মোবারক হোসেন (২৫) গ্রেপ্তার হয়েছে।

শনিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে বারইয়াহাট পৌরসভার ধানসিঁড়ি হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে জোরারগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তার মোবারক হোসেন হিঙ্গুলী ইউনিয়নের উত্তর ইসলামপুর গ্রামের কেরানি বাড়ির মোহাম্মদ হোসেনের ছেলে।

আরও পড়ুন: রাতের আঁধারে কুপিয়ে খুন করা হলো ব্যবসায়ীকে

জোরারগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) এনামুল হক আলোকিত চট্টগ্রামকে বলেন, মিরু হত্যা মামলার প্রধান আসামি মোবারক দীর্ঘদিন পলাতক ছিল। শনিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পায় মোবারক বারইয়াহাট পৌরসভার ট্রাফিক মোড় এলাকায় অবস্থান করছে। এরপর ধানসিঁড়ি হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, আজ (রোববার) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের জুলাইয়ে করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর গ্রামের চায়নার বাড়ির সামনে প্রকাশ্যে মির হোসেনকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে জোরারগঞ্জ থানায় ১৬ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করে।

আজিজ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!