মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই নারীর নাম বলুয়া বেগম (৪৫)। তিনি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার চাটিগ্রাম এলাকার আবুল কালামের স্ত্রী।
আর পড়ুন: ‘উল্টে গেল ট্রেন’ চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেসের সঙ্গে পিকআপের সংঘর্ষ
চট্টগ্রাম জেলা পুলিশের উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, আজ (বুধবার) মোটরসাইকেলে করে যাওয়ার সময় বারৈয়ারহাট এলাকায় একটি মাছ বোঝাই পিকআপ পেছন দিক থেকে ধাক্কা দিলে ওই নারী গুরুতর আহত হন। দুপুর তিনটার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আজিজ/আরবি