অসৎ উদ্দেশে আটকে রাখা হয়েছিল—দুর্গম পাহাড় থেকে উদ্ধার দুই কিশোরী

রাউজান থেকে অপহরণ হওয়া দুই কিশোরী বোনকে বান্দরবান থেকে উদ্ধার করেছে র‌্যাব-৭।

শনিবার (৬ নভেম্বর) বান্দরবানের লামাপাড়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর রাউজান থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছিলেন উদ্ধার হওয়া দুই বোনের চাচা।

আটকরা হলেন-চন্দনাইশন উপজেলার কুলালডেঙ্গা এলাকার সুভাষ শীলের স্ত্রী লাকী শীল, লোহাগাড়া থানার দলীভিলা এলাকার নিরঞ্জন দাশের ছেলে উত্তম দাস (৩১) এবং বান্দরবান জেলার লামা থানার ডলুছড়ি বাজারপাড়ার নির্মল শীলের ছেলে পলাশ শীল(৩০)।

আরও পড়ুন: বাকলিয়ায় ব্যালকনিতে ছিল কিশোরীর লাশ

র‌্যাব জানায়, গত ২৮ সেপ্টেম্বর রাউজানের এক বাসিন্দা অভিযোগ করেন তার অষ্টম শ্রেণি এবং দশম শ্রেণি পড়ুয়া দুই ভাতিজি স্কুলে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। অভিযোগ পেয়ে আমরা ভিকটিমদের উদ্ধারের ছায়া তদন্ত শুরু করি। তদন্তের একপর্যায়ে জানতে পারি অপহরণকারী চক্রটি বান্দরবনের লামাপাড়া এলাকায় অবস্থান করছে। শনিবার অভিযান চালিয়ে দুই বোনকে উদ্ধার করি।

র‌্যাব-৭ সহকারী পরিচালক (মিডিয়) মো. নুরুল আবছার জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে আটক আসামিরা দুই বোনকে অপহরণ করে অসৎ উদ্দেশ্যে আটকে রাখে। প্রাথমিক জিজ্ঞাসাদে তারা বিষয়টি স্বীকার করেছেন। আটকদের রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!