‘পাহাড় কেটে’ ভবন—‘ডকইয়ার্ডে’ পরিবেশ নষ্ট, জরিমানা গুনল ৮ লাখ টাকা

নগরের বিভিন্ন এলাকায় পাহাড় কেটে অবৈধ স্থাপনা নির্মাণ ও অনুমতি ছাড়া ডকইয়ার্ড চালিয়ে পরিবেশের ক্ষতি করায় ৫ জনকে প্রায় ৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

শনিবার (৮ আগস্ট) পরিবেশে অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের কার্যালয়ে মামলার শুনানি করে অভিযুক্ত ৫ জনকে ৭ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়৷

মামলার সূত্রে জানা গেছে, নগরের আকবরশাহ থানার জঙ্গল লতিফপুর এলাকায় পাহাড় কেটে ঘর নির্মাণ করেন উত্তর কাট্টলী ডা. চান মিয়ার বাড়ির মো. মাহবুবুল আলমের ছেলে মো. নুরুল আলম। তাঁকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়৷

এছাড়া পাহাড়তলীতে পাহাড় কাটার দায়ে কোতোয়ালি থানা এলাকার নুরুল আলমের স্ত্রী আমেনা বেগমকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই অপরাধে লালখানবাজার দক্ষিণ পাহাড়তলী মতিঝর্ণা এলাকায় আবদুল মোনাফের ছেলে জাহিদুল ইসলাম জাহিদকে ৫০ হাজার টাকা এবং সাবিনা বেগমকে ৪০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

অন্যদিকে অনুমোদন ছাড়া ডকইয়ার্ডে নৌকা ও জাহাজ নির্মাণ এবং মেরামত করার অপরাধে কালুরঘাট ডকইয়ার্ডের মালিক মইন উদ্দিনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

Yakub Group
সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!