পাহাড় কাটা : ১৩ ব্যক্তিকে পরিবেশ অধিদপ্তরের জরিমানা

নগরের বায়েজিদ থানার পূর্ব নাসিরাবাদ এলাকায় পাহাড় কেটে অবৈধভাবে স্থাপনা নির্মাণের দায়ে ১৩ ব্যক্তিকে ৩২ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

রোববার (৩ অক্টোবর) শুনানি শেষে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. নূরুল্লাহ নূরী এ জরিমানা করেন।

আরও পড়ুন: ‘পাহাড় কেটে’ ভবন—‘ডকইয়ার্ডে’ পরিবেশ নষ্ট, জরিমানা গুনল ৮ লাখ টাকা

চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিয়া মাহমুদুল হক আলোকিত চট্টগ্রামকে বলেন, নগরের নাসিরাবাদ এলাকায় অবৈধভাবে নাগিন পাহাড় কাটার দায়ে ১৩ ব্যক্তিকে ৩২ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!