পাহাড়ের ভেতর ঝুলছিল বাঁশখালীর নিখোঁজ যুবকের লাশ

বাঁশখালীতে নিখোঁজের দুদিন পর পাহাড়ের ভেতর মিলল সনৎ দেব নামে এক যুবকের ঝুলন্ত লাশ

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুর ৩টায় পুঁইছড়ি ইউনিয়নের জঙ্গল নাপোড়া গ্রামে পাহাড়ের ভেতর থেকে লাশ উদ্ধার করে থানা পুলিশ। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

নাপোড়া হিন্দুপাড়ার বাসিন্দা সনৎ দেবের বাবা বাঁশিরাম দেব জানান, গত মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম শহর থেকে বাড়ি ফেরে সনৎ। সেদিন থেকেই সে নিখোঁজ হয়। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে পাহাড়ে যাতায়তকারী কিছু লোক গাছে ঝুলন্ত অবস্থায় লাশ দেখে গ্রামে খবর দেয়। বিকেলে বাঁশখালী থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ঘটনাস্থল বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দূরে। এর অদূরে লোকনাথ বাবার একটি আশ্রম রয়েছে।

যোগাযোগ করা হলে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন আলোকিত চট্টগ্রামকে বলেন, জঙ্গল নাপোড়া থেকে গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পঠানো হয়েছে। এটি হত্যা, নাকি আত্মহত্যা, তা পুলিশ তদন্ত করছে।

উজ্জ্বল/এসআই
Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!