নগরের খুলশীতে বিদ্যুতের ওভারহেড ট্রান্সমিশন টাওয়ার থেকে ঝুলে থাকা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়রা জালালাবাদ রুপসী পাহাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: নিখোঁজের ৪ দিন পর ভেসে উঠল শ্রমিকের মরদেহ
এ ঘটনার গত চারদিন আগে একই এলাকা থেকেই হাত-পা বাঁধা অবস্থায় নেজাম পাশা নামে এক ভবন মালিকের মরদেহ উদ্ধার করা হয়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান শাহিন জানান, ‘প্রাথমিকভাবে জানা গেছে নিহতের নাম খোকন। বয়স আনুমানিক ৩০ বছর। তবে এটি পরিকল্পিত হত্যা নাকি আত্মহত্যা তা জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
ওসি আরও জানান, এটি কয়েকদিন পুরোনো মরদেহ বলে ধারণা করা হচ্ছে।