নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য মো. শাহরিয়ার রিফাতকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ১২টার দিকে পাহাড়তলী থানার কুটুমবাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন : বাঁশখালীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার, দক্ষিণের ছাত্রলীগ নেতাও
পুলিশ জানায়,আটক শাহরিয়ার রিফাত ছাত্রলীগের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড খ-ইউনিটের সদস্য। তিনি পাহাড়তলী সরাইপাড়া এলাকার হাজী ক্যাম্পের পশ্চিম পাশে আব্দুল গণি রোডের নুরুন্নবী বাড়ির মৃত হাবিব আহমদের ছেলে। বর্তমানে তিনি নোয়াপাড়া নেছারিয়া মাদ্রাসা রোড আমানত উল্ল্যাহ সড়কের মিয়াদের বাড়ির বাসিন্দা।
এ বিষয়ে পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবুল আজাদ বলেন, গ্রেপ্তার মো. শাহরিয়ার রিফাতের বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। ওই মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।
জেজে/আলোকিত চট্টগ্রাম