পাহাড়তলীতে একই চাল ভরা হচ্ছিল বিভিন্ন কোম্পানির বস্তায়!

চট্টগ্রাম নগরে চালের বস্তায় কারচুপি, ক্রয় রসিদ সংরক্ষণ না করা এবং মূল্য তালিকা হালনাগাদ না করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় পাহাড়তলী রেলওয়ে বাজারে এ অভিযান চালায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ। এসময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (মেট্রো) মো. আনিছুর রহমান ও সহকারী পরিচালক রানা দেব নাথ।

আরও পড়ুন : চট্টগ্রামে ডিমে কারসাজি, সবজিতেও

জানা যায়, মেসার্স শাহ পরান স্টোর নামের চালের পাইকারি দোকানে বিভিন্ন কোম্পানির বস্তায় নিজেরা চাল বস্তাজাত করছিল বেচার জন্য। এ অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স নামক ডিমের পাইকারি দোকানে ক্রয় রসিদ সংরক্ষণ না করা, প্রদর্শিত মূল্য তালিকায় অসামঞ্জস্যতা এবং হালনাগাদবিহীন মূল্য তালিকা প্রদর্শন করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপপরিচালক ফয়েজ উল্যাহ বলেন, ক্রয় রশিদ সংরক্ষণ ও প্রদর্শিত মূল্য তালিকা হালনাগাদ না করায় একটি ডিমের দোকানকে ২০ হাজার টাকা এবং বিভিন্ন কোম্পানির নকল বস্তায় চাল বিক্রির অপরাধে একটি পাইকার প্রতিষ্ঠানকে ১ লাখ জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়। এছাড়া জব্দ করা নকল চালের বস্তাগুলো ধ্বংস করা হয়েছে।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm