কৃষি জমি থেকে তুলছিল মাটি, ম্যাজিস্ট্রেট আসার খবরে পালিয়ে গেল এক্সেভেটর ফেলে

লোহাগাড়ায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রির খবরে অভিযান চালিয়ে একটি এক্সেভেটর জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। তবে এসময় জড়িত কাউকে আটক করা যায়নি।

সোমবার (১০ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার কলাউজান ইউনিয়নের পশ্চিম কলাউজান এলাকায় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা এ অভিযান পরিচালনা করেন।

আরও পড়ুন: ম্যাজিস্ট্রেট আসার খবরে পালিয়ে গেল ডাম্পট্রাক—এক্সেভেটর ফেলে

এ বিষয়ে এসিল্যান্ড মো. মাসুদ রানা জানান, পশ্চিম কলাউজান এলাকায় অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলন করে বিক্রি করা হচ্ছিল। এলাকাবাসীর অভিযোগে আজ (সোমবার) দুপুরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত একটি এক্সেভেটর জব্দ করা হয়েছে।

অভিযানে ইউপি সদস্য আবদুর রহিম, উপজেলা ভূমি অফিসের নাজির সমির চৌধুরী, থানা পুলিশের কর্মকর্তা, আনসার সদস্য ও ভূমি অফিসের নয়ন দাশ উপস্থিত ছিলেন।

সাত্তার/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!