পালিয়ে এসেও শেষ রক্ষা হলো না শিশুসহ ১৯ রোহিঙ্গার

সীতাকুণ্ড ফৌজদারহাট সাগর উপকূল থেকে শিশুসহ ১৯ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে ৭ জন শিশু, ৪ জন নারী ও ৮ জন পুরুষ রয়েছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে ভাসানচর থেকে পালিয়ে আসা এসব রোহিঙ্গাকে উত্তর সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট সাগর উপকূল আব্দুল্লাঘাটা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আরও পড়ুন: ‘ছদ্মবেশ’—বাগানের কামলা সেজে ৭৪ রোহিঙ্গা এসেছে বোয়ালখালীতে

স্থানীয় চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ বলেন, দালালদের সহযোগিতায় ভাসানচর থেকে নৌকাযোগে পালিয়ে উত্তর সলিমপুর এলাকার সাগর উপকূলে নামে রোহিঙ্গারা। দালাল চক্রটি তাদের নামিয়ে দিয়ে দ্রুত নৌকা নিয়ে চলে যায়। ঘটনাটি স্থানীয় বাসিন্দারা অবহিত করলে আমি তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১৯ জন রোহিঙ্গাকে আটক করে ফৌজদারহাট পুলিশ ফাঁড়িতে সোপর্দ করি।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর তৌহিদ বলেন, পালিয়ে আসা রোহিঙ্গাদের ভাসানচরে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

সালাউদ্দিন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!