মহেশখালীতে মেশিন-গাড়ি ফেলে পালাল বালু পাচারকারীরা, ২ জন শনাক্ত

মহেশখালীতে সরকারি এলাকায় অবৈধভাবে বালি উত্তোলনের সময় মেশিন ও বালুভর্তি একটি ডাম্পার গাড়ি জব্দ করেছে বন বিভাগ।

সোমবার (১৪ নভেম্বর) ভোরে হোয়ানক কেরুনতলী বিটের বরছড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

আরও পড়ুন: লোহাগাড়ার ৬ স্পটে উড়ল লাল পতাকা, দেড় লাখ ঘনফুট বালু জব্দ

বন বিভাগ জানায়, আমাদের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ চক্র পালিয়ে যায়। পরে একটি এইচপি সেলু মেশিন এবং বালুভর্তি একটি ডাম্পার গাড়ি জব্দ করা হয়।

এ বিষয়ে মহেশখালী রেঞ্জ কর্মকর্তা খান জুলফিকার আলী জানান, অভিযানে মেশিন এবং বালুভর্তি ডাম্পার গাড়ি জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি। জব্দ করা মেশিন ও ডাম্পার মহেশখালী রেঞ্জ কার্যালয়ে রয়েছে।

রেঞ্জ কর্মকর্তা আরও জানান, গাড়ির মালিক ছোট মহেশখালীর সরওয়ার ও নুরুল আজিম। জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

এমএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm