পালাতে গিয়ে ধরা চক্রের ৬ সদস্য—উদ্ধার ৭ অটোরিকশা

নগরে অটোরিকশা চোরচক্রের ৬ সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-৭।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় সাতটি অটোরিকশা।

আটকরা হলেন— মো.রাসেল (৩৪), মো.আব্দুর রশিদ (৩১), মো. আওলাদ হোসেন (২৫), মো. আব্দুল গফুর (৪৮), মো. নজরুল ইসলাম (৩৫) ও মো. মোক্তার হোসেন (৩৭)।

আরও পড়ুন: টার্গেট নির্মাণাধীন ভবন : চোরচক্রের ৩ নারী অবশেষে ধরা

র‌্যাব জানায়, অটোরিকশা নিয়ে চোরচক্রের সদস্যরা নতুন ব্রিজ থেকে চান্দগাঁও এলাকার দিকে আসার গোপন সংবাদে বাকলিয়া এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় চোরচক্রের সদস্যরা চেকপোস্ট দেখে অটোরিকশা নিয়ে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো.নুরুল আবছার আলোকিত চট্টগ্রামকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাকলিয়া এলাকা থেকে চোরচক্রের সক্রিয় ছয় সদস্যকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে সাতটি অটোরিকশা জব্দ করা হয়েছে।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm