আনোয়ারার পারকি সমুদ্রসৈকতে বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
রোববার (২৩ জুলাই) সকাল ১১টার দিকে তিনি পারকি সমুদ্রসৈকতে আসেন।
আরও পড়ুন : বিকেল হলেই ভিড় বাড়ে পারকি বিচে
এসময় সাংবাদিকদের তিনি বলেন, করোনা ও রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের প্রভাবে পর্যটন কমপ্লেক্সের কাজে ধীরগতি এসেছে। পারকি সৈকতে ট্যুরিস্ট পুলিশের ব্যবস্থা করা হবে। এছাড়া সব ধরনের সৌন্দর্যবর্ধন এবং পর্যটকদের নিরাপত্তার জন্য কাজ করা হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পর্যটন করপোরেশন চেয়ারম্যান মো. রাহাত আনোয়ার, ট্যুরিস্ট পুলিশ সুপার আপেল মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন, কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) জাফর উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, ইউপি চেয়ারম্যান এমএ কাইয়ুম শাহ্ এবং স্থানীয় ইউপি সদস্য তৌহিদুল ইসলাম।
কাঞ্চন/আরবি