পানের দোকানের আড়ালে স্বামী-স্ত্রীর ইয়াবা বাণিজ্য

পানের দোকানে আড়ালে জমজমাট ইয়াবা বাণিজ্য চালাত এক দম্পতি। বৃহস্পতিবার (৬ মে) স্বামী সাজুকে গ্রেফতারের পর শুক্রবার গ্রেফতার করা হয় স্ত্রী তাহমিনা বেগমকে।

শুক্রবার রাতে স্থানীয় খলিলুর রহমানের ভাড়া ঘর থেকে তাহমিনাকে গ্রেফতার করে ডবলমুরিং থানা পুলিশ। এসময় তাহমিনার কাছ থেকে ৮৫ পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির সাড়ে ২৯ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার রাতে তাহমিনার স্বামী সাজু মিয়াকে গ্রেফতার করা হয়েছিল।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, স্বামী সাজু মিয়ার তথ্যের ভিত্তিতে তার স্ত্রী তাহমিনাকে গ্রেফতার করা হয়েছে। সাজু ও তাহমিনা পানের দোকানের আড়ালে ইয়াবা বিক্রি করে আসছিল।

আলোকিত চট্টগ্রাম

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!