পানির পাম্প চালু করতে গিয়ে না ফেরার দেশে রুহুল

নগরের সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন মো. রুহুল (৫২) নামের এক ব্যক্তি।

পেশায় কন্ট্রাক্টর রুহুল পানির পাম্প চালু করার জন্য গেলে শুক্রবার (২ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। তিনি ঢাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী রাজমিস্ত্রি সাহাবউদ্দীন বলেন, জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের একপাশে ফ্লোর ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় পানির পাম্প চালু করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন রুহুল।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, দুপুর ২টার দিকে বিদ্যুৎস্পৃষ্টে আহত ওই ব্যক্তিকে হাসপাতলে আনা হয়। জরুরি বিভাগের ডাক্তার তাকে দেখে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!