পলিথিন রেখে জরিমানা গুণল ২ দোকানি

দোকানে পলিথিন ব্যাগ পাওয়ায় দুই দোকানিকে মামলাসহ ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ ডিসেম্বর) নগরের কাজীর দেউড়ি, চকবাজার ও কর্ণফুলী বাজারে পরিচালিত অভিযানে এ অভিযান আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

আরও পড়ুন: মামলা খেল পাহাড়তলী বেকারি, পলিথিন রাখায় ৩ দোকানিকে জরিমানা

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী জানান, পলিথিনমুক্ত পরিবেশবান্ধব নগর গড়ার লক্ষ্যে কাজীর দেউড়ি, চকবাজার ও কর্ণফুলী বাজারে অভিযান চালানো হয়। অভিযানে দুটি দোকানে পলিথিন ব্যাগ পাওয়ায় দোকান মালিকের বিরুদ্ধে মামলাসহ ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন বর্জনের জন্য বাজারের সব ব্যবসায়ী এবং ক্রেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করেন।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!