পলাতক ৩ মাদক কারবারির সাজা

নগরের কোতোয়ালী থানার মাদক মামলায় তিন মাদক বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত।

বুধবার (১২ জানুয়ারি) দুপুরে চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়া এ রায় দেন। তবে সাজাপ্রাপ্ত সবাই পলাতক।

সাজাপ্রাপ্তরা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের হাজী আবু সামার ছেলে মিজানুর রহমান (৩০), একই এলাকার সুলতান আহমেদের ছেলে মো. গিয়াস উদ্দিন (২৫) ও কুমিল্লার দাউদকান্দি থানার চমকখোলা এলাকার মো. কুদ্দুস মিয়ার ছেলে মো. কাউসার (৩০)।

আরও পড়ুন : দুই তরুণীর কাছে কোটি টাকার মাদক!

মহানগর চতুর্থ অতিরিক্ত দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, ২০১৮ সালের ২১ মে নগরের স্টেশন রোডের ঢাকা আবাসিক হোটেলের সামনে থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ তাদের আটক করে কোতোয়ালী থানা পুলিশ। এ ঘটনায় মামলা হলে গত বছরের ২১ মার্চ অভিযোগপত্র জমা দেয় পুলিশ। সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন।

তিনি আরও বলেন, এদের মধ্যে মিজানুর রহমান ও গিয়াস উদ্দিনকে ৮ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কাউসারকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

এএইচ/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!