পলাতক আসামিদের সঙ্গে জন্মদিন উদ্‌যাপন করে ফেঁসে গেলেন ওসি

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের সঙ্গে জন্মদিন পালন করা চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. ওসমান গণিকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে কর্মস্থল থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে তাঁকে প্রত্যাহারের নির্দেশ দেন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।

আরও পড়ুন: পলাতক ৩ মাদক কারবারির সাজা

পুলিশ সুপার স্বাক্ষরিত আদেশে বলা হয়, ওসি মুহাম্মদ ওসমান গণি ২ মার্চ জন্মদিন উপলক্ষে অফিস কক্ষে কেক কেটে জন্মদিন পালন করেন। তখন তাঁর পাশে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আরহাব মাহমুদ ওরফে রুবেলসহ অন্যরা উপস্থিত ছিলেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হওয়ায় কক্সবাজার জেলা পুলিশ তথা বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। তাই অফিসার ইনচার্জ চকরিয়া থানার দায়িত্ব থেকে তাঁকে (ওসিকে) প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হলো।

প্রসঙ্গত, গত ২ মার্চ ছিল ওসি ওসমান গণির জন্মদিন। সেদিন নিজ কার্যালয়ে মামলার পলাতক আসামিদের সঙ্গে কেক কেটে জন্মদিন পালনের বেশকিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেখা দেয় বিতর্ক। এছাড়া বিভিন্ন মহলে শুরু হয় আলোচনা-সমালোচনা।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!