পর্যটন বিকাশে সাংবাদিকদের ভূমিকা নিয়ে রাঙামাটিতে বিএসসির সেমিনার, গিরিদর্পণ সম্পাদককে সংবর্ধনা

রাঙামাটিতে ‘পর্যটন বিকাশে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটির একটি হোটেলের হলরুমে শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় এ আয়োজন করে বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি)। এতে সভাপতিত্ব করেন বিএসসির উপদেষ্টা পরিষদের সদস্য ও কক্সবাজার জেলা প্রেসক্লাব সভাপতি ফজুলল কাদের চৌধুরী।

সেমিনারে দৈনিক ইত্তেফাকে কর্মরত ও স্থানীয় দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদকে বিএসসির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। প্রবীণ এই সাংবাদিককে ‘রত্ন সাংবাদিক’ উপাধিতে ভূষিত করে পরিয়ে দেওয়া হয় উত্তরীয়।

আরও পড়ুন : বিশ্ব ডায়াবেটিস দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণিল আয়োজনে

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসসির প্রধান উপদেষ্টা সাইদুর রহমান রিমন, রাঙামাটির পুলিশ সুপার (ট্যুরিস্ট পুলিশ) আদনান তাইয়ান, রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।

বিএসসি’র যুগ্ম আহ্বায়ক সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বৈশাখী টিভির রাঙামাটি প্রতিনিধি ও বিএসসির যুগ্ম আহ্বায়ক মো. কামাল উদ্দিন।

বক্তব্য রাখেন পর্যটন উদ্যোক্তা বাদশা ফয়সাল, বাংলাভিশনের জেলা প্রতিনিধি নন্দন দেবনাথ, দৈনিক বাংলাবাজার পত্রিকার জেলা প্রতিনিধি শান্তিময় চাকমা, চ্যানেল নিউজটুয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি ফাতেমা জান্নাত মুমু, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি আবদুর রশিদ, বিএসসির যুগ্ম আহ্বায়ক সোহাগ আরেফিন ও হায়দার হোসেন, সদস্য নাছির উদ্দিন পল্লব, আবদুল আহাদ এবং গিয়াস উদ্দিন আহমেদ।

সেমিনারে বক্তারা রাঙামাটির পর্যটন বিকাশে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও পর্যটকদের নিরাপত্তা বিধানসহ বেশকিছু সময়োপযোগী সুপারিশমালা তুলে ধরেন।

শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় শিল্পীরা।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm