চিত্রনায়িকা পরীমনিকে দ্বিতীয় ও তৃতীয় দফায় রিমান্ডে নেওয়ার বিষয়ে দুই ম্যাজিস্ট্রেটের ব্যাখ্যায় অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে নথিসহ (সিডি) হাইকোর্টে হাজির হন তদন্তকারী কর্মকর্তা।
এর আগে ২ সেপ্টেম্বর পরীমনিকে তিন দফা রিমান্ডে নেওয়ার বিষয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ দুই বিচারককে ব্যাখ্যা দিতে এবং তদন্ত কর্মকর্তাকে হাজির হওয়ার নির্দেশ দেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তার আবেদন জানিয়ে পোস্ট দিলেন পরীমনি
আদেশের পর ব্যাখ্যার কিছু হাইকোর্ট আইনজীবীদেরকে পড়ে শোনান। এরপর আদালত শুনানি ২৯ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবু ইয়াহিয়া দুলাল ও সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান। পরীমনির পক্ষে ছিলেন আইনজীবী জেড আই খান পান্না।
এদিকে বনানী থানায় দায়ের করা মাদক মামলায় হাজিরা দিতে বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে যান চিত্রনায়িকা পরীমনি।
এসি