আজ রোববার (৯ মে) পবিত্র শবে কদর (লাইলাতুল কদর)।
মাগরিবের পর থেকে শুরু হবে শবে কদরের রজনী। এ রাত ‘হাজার মাসের চেয়েও উত্তম’। কারণ এই রাতে শেষ নবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআন অবতীর্ণ হয়। এই রাতকে কেন্দ্র করে ‘কদর’ নামে একটি সুরাও নাজিল হয়। তাই ইসলাম ধর্মাবলম্বীদের কাছে শবে কদর অত্যন্ত মহিমান্বিত এক রাত। এই রাতটি ইবাদত-বন্দেগিতে কাটিয়ে দেন ধর্মপ্রাণ মুসলমানরা।
এদিকে পবিত্র শবে কদর উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আলোকিত চট্টগ্রাম