‘পথেই মৃত্যু’—শিশু রাজীবের, ঢাকায় যাওয়া হলো না আর

চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনারবাহী ট্রাকের ধাক্কায় মাছবাহী পিকআপের এক শিশু হেলপারের মৃত্যু হয়েছে।

বুধবার(২৫ আগস্ট) সকাল ৯টার দিকে কুমিরা বহদ্দারহাট এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: নবজাতকের লাশ—কার্টনে পড়েছিল রাস্তার পাশেই

নিহতের নাম মো. রাজিব (১৪)। সে ভোলা জেলার সদর থানার ইলিশসা ইউনিয়নের মো. ইমনের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাছবাহী পিকআপটি চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিল। এ সময় সীতাকুন্ড থানার কুমিরা ফাঁড়ির বহদ্দারহাট এলাকায় পৌঁছে চালকসহ রাজিব হোটেলে ভাত খেতে নামে। খাওয়া শেষে গাড়িতে উঠে বসতেই পিছন দিক থেকে আসা একটি কন্টেইনারবাহী ট্রাক ধাক্কা দিলে গুরুতর আহত হয় সজীব।

আরও পড়ুন: মধ্যরাতে অ্যাম্বুলেন্স দুমড়েমুচড়ে দিল বাস, অন্তঃসত্ত্বা মহিলাসহ রক্তাক্ত ২

পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসাপতালে পাঠানো হয়। হাসপাতালে জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক রাজিবকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm