মিরসরাইয়ে ১৫০০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে থানা পুলিশ।
আটক নারীর নাম হালিমা আক্তার (৫০)। সে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের বি-ব্লকের ৮৫ নম্বর ক্যাম্পের বাসিন্দা।
মঙ্গলবার (২৪ আগস্ট) রাত ১০টায় উপজেলার নিজামপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
আরও পড়ুন: ট্রাভেল ব্যাগে ইয়াবা আনছিল কক্সবাজার থেকে, পথেই ধরা তরুণ
মিরসরাই থানার সেকেন্ড অফিসার রাজিব পোদ্দার আলোকিত চট্টগ্রামকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টায় উপজেলার নিজামপুর কলেজ এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়। এ সময় ঢাকামুখী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালালে ওই নারীকে সন্দেহ হয়। পরে মহিলা পুলিশ দ্বারা তার শরীরে এবং সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে থাকে। হালিমার বিরুদ্ধে মাদক ও অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে দুটি মামলা করা হয়। সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।