পতেঙ্গা সৈকতে শত চারায় পালন হলো বৃক্ষরোপণ কর্মসূচি

পতেঙ্গা সমুদ্রসৈকতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এসময় বিভিন্ন ফলাদি গাছসহ প্রায় ১০০টি চারা রোপণ করা হয়।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেল ৪টায় সীবিচ কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মো. মুছা আলমের উদ্যোগে সবুজায়নের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।

আরও পড়ুন: পতেঙ্গা সমুদ্রসৈকত বাণিজ্যিক লিজ দেওয়ার অধিকার নেই সিডিএ’র

এতে প্রধান অতিথি ছিলেন সীবিচ কমিউনিটি পুলিশের সভাপতি ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ৪১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ওয়াহিদুল আলম চৌধুরী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সীবিচ দোকান মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, মো. জসিম উদ্দিন, সাজ্জাদ হোসেন, মামুন, রুবেল, মনছুর ও সাইফুল ইসলাম।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm