পতেঙ্গায় হঠাৎ গোলাগুলি, সঙ্গীসহ গুলিবিদ্ধ ঢাকাইয়া আকবর

চট্টগ্রামের পতেঙ্গায় দুই গ্রুপের গোলাগুলিতে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের সহযোগী ‘ঢাকাইয়া আকবর’সহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার রাতে পতেঙ্গা থানার একটি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সন্ধ্যার দিকে দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। গুলিবিদ্ধদের মধ্যে ঢাকাইয়া আকবরের অবস্থা আশঙ্কাজনক।

পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম রনি বলেন, গুলিবিদ্ধ একজনের নাম আকবর। যিনি ঢাকাইয়া আকবর নামে পরিচিত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রতিপক্ষ গ্রুপের সঙ্গে সংঘর্ষে তিনি গুলিবিদ্ধ হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, আকবরের বুকে এবং অপরজন জান্নাতুল বাকির পেটে গুলি লেগেছে। আকবরের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসা চলছে।

এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। পুলিশ জানিয়েছে, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

জেজে/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm