পণ্য নয়—কাভার্ড ভ্যানে ছিল যাত্রী, অভিযান চালাল সীতাকুণ্ড ইউএনও

যাত্রী নিয়ে চট্টগ্রামের দিকে আসছিল একটি কাভার্ড ভ্যান। কিন্তু সীতাকুণ্ড আসতেই ধরা পড়লো ভ্রাম্যমাণ আদালতের হাতে। তাৎক্ষণিক মামলায় জরিমানা গুণতে হলো ৫ হাজার টাকা।

শুধু কাভার্ড ভ্যান নয়, শনিবার (৩১ জুলাই) উপজেলার পৌরসভা থেকে কালুশাহ মাজার পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ব্যবসা প্রতিষ্ঠানসহ ১৬ মামলায় ৪৮ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজেস্ট্রেট মো. শাহাদাত হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন। অভিযানে সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা অংশ নেন।

ইউএনও মো. শাহাদাত হোসেন বলেন, আমাদের পৃথক অভিযানে ১৬ মামলায় ৪৮ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এরমধ্যে যাত্রী নিয়ে চট্টগ্রামের দিকে যাওয়ার সময় একটি কাভার্ড ভ্যানকে ৫ হাজার টাকা এবং পিকআপ ভ্যানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাকি ১৪ মামলা করা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানকে।

সালাউদ্দিন/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!