পটিয়ার পল্লী বিদ্যুতের পরিচালকে জয়ী হলেন চট্টগ্রাম প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক হাছান মাহমুদ

চট্টগ্রামের পটিয়ার পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে বিপুল ভোটে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক চৌধুরী হাছান মাহমুদ আকবরী।

শনিবার (৪ ফেব্রুয়ারি) পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ হয়। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

৫৮ হাজার ৯৩৭ জন ভোটারের মধ্যে ১ হাজার ৩০১ জন ভোট দেন। ৯টি ভোট বাতিল হয়।

এর মধ্যে চেয়ার প্রতীকে ১ হাজার ১৭৮ ভোট পেয়ে জয়ের মালা পড়েন হাছান মাহমুদ। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. নিজাম উদ্দিন বই প্রতীকে পান ১০১ ভোট।

এদিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মো. আইয়ুব আলী বৈদ্যুতিক পাখা প্রতীকে পান ৯ ভোট।

Yakub Group

এছাড়া পটিয়া পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সদ্য বিদায়ী পরিচালক নুরুল আফছার চৌধুরী দেয়াল ঘড়ি প্রতীকে ী ৪ ভোট।

নির্বাচনে রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশন প্রধান ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সিএসঅ্যান্ডএম পরিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) হাসিনা বেগম।

এছাড়া চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর নির্বাচন কমিশন সদস্য ছিলেন প্রতিষ্ঠানের সহকারী পরিচালক (প্রশাসন) বিপ্লব চন্দ্র দাস, সহকারী পরিচালক (অর্থ) মো. কাউছার খান ও জিএম তোফায়েল আহমেদ।

আরএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

মন্তব্য নেওয়া বন্ধ।

ksrm