পটিয়া সদর ভূমি অফিসে দালালদের দৌরাত্ম্য রোধে বিশেষ অভিযানে এক দালাল ধরা পড়েছে।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা।
অভিযানে মো. আলী রেজা সাকিব (২২) নামের এক দালালকে আটক করে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্ত আলী রেজা সাকিব পটিয়া পৌরসভার বাহুলী এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি পটিয়া সদর ভূমি তহসিল অফিসে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে কাজের প্রলোভন দেখিয়ে অর্থ আদায় করতেন বলে অভিযোগ রয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা বলেন, ভূমি অফিসে কোনো ধরনের দালাল চক্রকে আমরা প্রশ্রয় দেব না। সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়, এজন্য নিয়মিতভাবে এমন অভিযান চলবে। সবাইকে অনুরোধ করছি, দালালের মাধ্যমে নয়, নিজের নামে আবেদন করুন, তাহলেই সেবা পাবেন।
তিনি বলেন, সরকারের ডিজিটাল ভূমি সেবা ব্যবস্থায় এখন সব কাজ অনলাইনে করা সম্ভব। তাই দালালের মাধ্যমে কেউ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
কেএ/আলোকিত চট্টগ্রাম
