পটিয়ায় সংযোগ সড়কের কাজ উদ্বোধন

পটিয়া হযরত শাহচাঁদ আউলিয়া কামিল মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ের মধ্যে সংযোগ সড়কের কাজ শুরু হয়েছে।

শনিবার (১ নভেম্বর) দুপুরে এই উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. ইদ্রিচ মিয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পৌরসভার নিজস্ব অর্থায়নে এবং জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিচ মিয়ার সুপারিশে ১০ লাখ টাকার টেন্ডারে ১০ ফুট প্রস্থ ও ২৫০ ফুট দীর্ঘ এই সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে। ঠিকাদার মেসার্স নাহার মেটাল চুক্তি করার সঙ্গে সঙ্গেই কাজ শুরুর ঘোষণা দিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. ইদ্রিচ মিয়া। তিনি বলেন, এই সড়কটি শুধু একটি রাস্তা নয়, এটি আমাদের এতিম সন্তানদের স্বপ্নের পথ। হযরত শাহচাঁদ আউলিয়ার (রহ.) আলোয় জ্বলজ্বল করা এই এলাকার ধর্মীয় ও শিক্ষাগত উন্নয়নের জন্য বিএনপি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা স্থানীয়ের সাথে মিলে এমন আরও প্রকল্প নিয়ে আসব, যাতে পটিয়ার প্রতিটি পরিবারের উন্নতি ঘটাতে পারি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হযরত শাহচাঁদ আউলিয়া মাজার ও ওরস পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক আনোয়ারুল আলম চৌধুরী, শাহচাঁদ আউলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সাইফুদ্দীন খালেদ, লিল্লাহ বোডিংয়ের কোষাধ্যক্ষ অধ্যক্ষ মাওলানা কাজী হাফেজ আহমদ আলকাদেরী, অধ্যক্ষ মাওলানা রফিকুল আলম আলকাদেরী, মাওলানা আবুল কাশেম নুরী, মাওলানা আবদুল জব্বার নুরী, বিএনপি নেতা জিল্লুর রহমান, কামাল উদ্দিন মেম্বার, আনোয়ার হোসেন রুবেল, তরুণদল নেতা কামাল উদ্দিন, সাজ্জাদ হোসেন ও মাহমুদুল হক।

কেএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm