চট্টগ্রামের পটিয়ায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে চার শতাধিক অসহায় ও দুস্থ মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত পিঙ্গলা শাহ জাফর আউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়।
উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের পিঙ্গলা হযরত শাহ জাফর আউলিয়ার বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে হক জান্নাত পরিবার এ আয়োজনের উদ্যোক্তা।
আরও পড়ুন : সিএলএফ-টিসিজেএর বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প
এতে চিকিৎসাসেবা দেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. কাজী মো. আবরার হাসান, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. কাজী শামিম আল মামুন, চর্ম রোগ বিশেষজ্ঞ ডা. কামরুন নাহার, নাক-কান গলা রোগ বিশেষজ্ঞ ডা. আবদুল্লাহ আল মাহমুদ সোহেল, ডায়াবেটোলজিস্ট ডা. শাহেদ আহমেদ, চক্ষু রোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কিবরিয়া জিলানী, মেডিসিন চিকিৎসক রাইসুল ইসলাম জেসন ও এসএম গোলাম মহিউদ্দিন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মীর জাকের আহমদ, মীর নাজের আহমদ, মীর মোশাররফ হোসেন, বটন কান্তি নন্দী, সুমন বিশ্বাস ও মুজিবুল করিম হেলাল।
উদ্যোক্তা মীর মোশাররফ হোসেন বলেন, প্রতিবছরের মতো এবারও এলাকার মানুষকে চিকিৎসাসেবা দিতে পেরে আনন্দিত। ভবিষ্যতে সেবার পরিধি আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
আলোকিত চট্টগ্রাম