পটিয়ায় শত শত দুস্থকে টাকা ছাড়া চিকিৎসা

চট্টগ্রামের পটিয়ায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে চার শতাধিক অসহায় ও দুস্থ মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত পিঙ্গলা শাহ জাফর আউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়।

উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের পিঙ্গলা হযরত শাহ জাফর আউলিয়ার বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে হক জান্নাত পরিবার এ আয়োজনের উদ্যোক্তা।

আরও পড়ুন : সিএলএফ-টিসিজেএর বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প

এতে চিকিৎসাসেবা দেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. কাজী মো. আবরার হাসান, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. কাজী শামিম আল মামুন, চর্ম রোগ বিশেষজ্ঞ ডা. কামরুন নাহার, নাক-কান গলা রোগ বিশেষজ্ঞ ডা. আবদুল্লাহ আল মাহমুদ সোহেল, ডায়াবেটোলজিস্ট ডা. শাহেদ আহমেদ, চক্ষু রোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কিবরিয়া জিলানী, মেডিসিন চিকিৎসক রাইসুল ইসলাম জেসন ও এসএম গোলাম মহিউদ্দিন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মীর জাকের আহমদ, মীর নাজের আহমদ, মীর মোশাররফ হোসেন, বটন কান্তি নন্দী, সুমন বিশ্বাস ও মুজিবুল করিম হেলাল।

উদ্যোক্তা মীর মোশাররফ হোসেন বলেন, প্রতিবছরের মতো এবারও এলাকার মানুষকে চিকিৎসাসেবা দিতে পেরে আনন্দিত। ভবিষ্যতে সেবার পরিধি আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm