পটিয়ায় যুবদলের নানা আয়োজন

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে এসব আয়োজন করে যুবদল পটিয়া উপজেলা।

উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াছিন আরাফাতের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহজাহান চৌধুরী।

আরও পড়ুন : প্রতিটি আন্দোলনে ছাত্রদল ছিল ভ্যানগার্ড : মীর হেলাল

সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন, আবদুল করিম মেম্বার, কাজী আরিফ, শহিদুল আনোয়ার লিটন, গাজী দুলাল, মো. সোলাইমান, শহিদুল ইসলাম, শাহ আলম, আরিফুর রহমান তারেক, জিয়াউর রহমান জিয়া, ইঞ্জি. নাছির হাজারী ও মাওলানা কাজী মুরাদ।

দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত ও বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়। একইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm