পটিয়ায় মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

পটিয়ায় মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে পৌর সদরের একটি কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃত্তি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক প্রধান শিক্ষক সেলিম উদ্দীনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শেভরন ক্লিনিক্যাল ল্যাবের চেয়ারম্যান ডা. ফরিদুল আলম।

আরও পড়ুন : সমৃদ্ধ পটিয়া গড়তে ঐক্যবদ্ধ ভূমিকা অপরিসীম : আনোয়ারুল আলম চৌধুরী

সংবর্ধিত অতিথি ছিলেন পটিয়া সেন্ট্রার হসপিটালের চেয়ারম্যান ডা. দেলোয়ার হোসেন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর ব্যাংকার্স থানার সহসভাপতি আখতার হোসাইন।

সদস্য সচিব রবিউল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের কালুরঘাট শাখা ব্যবস্থাপক আবুল কালাম, অ্যাড. হামিদ উল্লাহ, সিনিয়র শিক্ষক এটিএম তোহা, প্রধান শিক্ষক হারুনুর রশিদ, শিক্ষক ওমর ফারুক, অভিভাবক রূপণ চক্রবর্তী, প্রণব কান্তি দাশ ও আইরিন সুলতানা।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বৃত্তি বাস্তবায়ন পরিষদের কো-অডিনেটর রাশেদুল ইসলাম, সদস্য লিয়াকত আলী, শাহীন উল্লাহ, আমিনুল ইসলাম রায়হান, শহীদুল ইসলাম সৌরভ, আবদুল হাছনাত মু. জোবাইর ও মাহবুব উল্লাহ।

পরে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদ ও প্রাইজবন্ড তুলে দেওয়া হয়।

কেএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm