পটিয়ায় ধরা খেল ২ পলাতক আসামি

পটিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার তিন বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি এবং একজন সিআর সাজা ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) পটিয়া থানা এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর তত্ত্বাবধানে এবং পটিয়া থানার অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামানের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক জাফর আহম্মদ ও শিমুল দাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান চালায়।

গ্রেপ্তার আসামিরা হলেন— মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের নির্মল সর্দার বাড়ির নেপাল সর্দারের ছেলে টুলু সর্দার এবং ওয়ারেন্টভুক্ত আসামি পটিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গোবিন্দরখীল এলাকার মীর আহমদ আলীর ছেলে মোহাম্মদ সুরুজ মিঞা।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে তাদের পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

যোগাযোগ করা হলে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান আলোকিত চট্টগ্রামকে বলেন, আমরা অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছি। পলাতক আসামিদের গ্রেপ্তারে আমাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

কেএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm