পটিয়ায় ধরা খেল ভুয়া নারী ডাক্তার

চট্টগ্রামের পটিয়ায় এক ভুয়া নারী ডাক্তার ধরা পড়েছেন। তাঁকে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যে উপজেলার শান্তির হাট এলাকার হাজী মার্কেটের দ্বিতীয় তলায় এ অভিযান চালান পটিয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস।

অভিযুক্ত ভুয়া ডাক্তারের নাম তাহেরা বেগম। তিনি উপজেলার কুসুমপুরা ইউনিয়নের সাততেতৈয়া গ্রামের মৃত নুরুজ্জামানের মেয়ে।

আরও পড়ুন : ডাক্তার সেজে টিউমার অপারেশন করেন মুদি দোকানের কর্মচারী!

নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানান, তাহেরা বেগম নামের ওই নারী ভুয়া চিকিৎসক সনদ ব্যবহার করে চেম্বার খুলে চিকিৎসা দিচ্ছিলেন দীর্ঘদিন ধরে। বিষয়টি জানতে পেরে পটিয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাসের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ওই নারীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে মুচলেখা নিয়ে সতর্ক করা হয়।

এসময় পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি ডা. সাজ্জাদ ওসমান, পটিয়া স্যানিটারি ইন্সপেকশন অফিসার মো. শাহে আলম, পুলিশ ও এনএসআই চট্টগ্রাম জেলা কার্যালয়ের একটি দল উপস্থিত ছিলেন।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm