পটিয়ায় ট্রাকের পেছনে বেপরোয়া গতির অটোরিকশার ধাক্কা, চালক নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বেপরোয়া গতিতে আসা অটোরিকশার ধাক্কায় চালক মো. জালাল আহমেদ (৬২) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জালাল বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৃত কবির আহমদের ছেলে।

পটিয়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অটোরিকশাটি এসে ধাক্কা দিলে চালক জালাল আহমেদ গুরুতর আহত হন। তাকে পটিয়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে ট্রাকটি ঘটনাস্থলে পাওয়া যায়নি।

পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম আলোকিত চট্টগ্রামকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে অটোরিকশাটি উদ্ধার করি। নিহতের মরদেহ হাসপাতাল থেকে  থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ট্রাক ও এর চালককে শনাক্ত করতে তদন্তের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কেএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm