পটিয়ায় টাকা না দিলে ব্যবসায়ীকে খুন করার হুমকি

পটিয়ায় মো. নাজিম উদ্দিন নামে এক ঠিকাদারি ব্যবসায়ীর কাছ থেকে মোবাইল ফোনে চাঁদা দাবি ও অপহরণের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

সোমবার (১৯ আগস্ট) পটিয়া থানায় এ অভিযোগ করা হয়।

ব্যবসায়ী নাজিম পটিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড সুচক্রদন্ডী এলাকার মৃত মনির আহমদ সওদাগরের ছেলে।

আরও পড়ুন : বারইয়ারহাটে চাঁদার টাকা—রশিদ বইসহ র‌্যাবের জালে ৭ যুবক

অভিযোগ তিনি উল্লেখ করেন, কিছুদিন ধরে (০১৮৬০-৭৯৬৮২৮) মোবাইল নম্বর থেকে তার কাছ থেকে  কখনো ১৫ লাখ টাকা, কখনো ২৩ লাখ টাকা পাবে বলে দাবি করে আসছিল। যদি টাকা না দেওয়া হয় তাহলে তাকে অপহরণ করে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়।

এ বিষয়ে নাজিম উদ্দিন বলেন, ফোন করা ব্যক্তিকে আমি চিনি না। কেউ আমার কাছে টাকা পাবে না। আমি নাম জিজ্ঞেস করলে মো. ফারুক বলে জানায়। হুমকির পর আমি ও আমার পরিবার আতঙ্কে দিন পার করছি। আমি পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

যোগাযোগ করা হলে পটিয়া থানার ওসি জসীম উদ্দীন বলেন,  চাঁদা দাবি ও অপহরণ করার হুমকির বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm