পটিয়ায় জাল দলিল তৈরি করে প্রতিবেশীর জমি দখল ও বিক্রির অভিযোগে দায়ের করা মামলায় ৪ জনকে কারাদণ্ড ও জরিমানা দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেগম তাররাহুম আহমেদ এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন চার আসামি— আবদুর রশিদ (৫৮), আবদুর গফুর (৩৮), রাশেদুল করিম (৩৩) ও দলিল লেখক সফর আলী মুন্সি।
এর মধ্যে আবদুর রশিদকে দুটি পৃথক ধারায় দুই বছর করে ৪ বছরের কারাদণ্ড এবং ৪ হাজার টাকা জরিমানা করা হয়। আবদুর গফুর, রাশেদুল করিম ও দলিল লেখক সফর আলী মুন্সিকে ১ বছরের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়।
বাদীপক্ষের আইনজীবী জসিম উদ্দিন বলেন, আসামিরা পরিকল্পিতভাবে জাল দলিল তৈরি করে নিরীহ পরিবারের জমি দখলের চেষ্টা করেছিল। আদালতের এই রায়ে প্রমাণ হয়েছে— ন্যায়বিচার বিলম্বিত হতে পারে, কিন্তু ব্যর্থ হয় না।
মামলার বাদী সোনা মিয়া বলেন, আমার পৈত্রিক জমি তারা জাল দলিল করে নিজেদের নামে বিক্রি দেখিয়েছিল। অনেকদিন আদালতে ঘুরেছি। অবশেষে ন্যায়বিচার পেয়েছি।
আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১১ সেপ্টেম্বর জালিয়াতির এই ঘটনাকে কেন্দ্র করে মামলা দায়ের করা হয়। তদন্তে প্রমাণ হয়, আসামিরা জাল স্বাক্ষর ও ভুয়া কাগজপত্র ব্যবহার করে জমি দখলের চেষ্টা চালায়। আজ মামলার রায়ের দিন ধার্য ছিল। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে হাজির ছিলেন। রায় ঘোষণার পর আসামিদের কারাগারে নিয়ে যাওয়া হয়।
কেএ/আলোকিত চট্টগ্রাম

