পটিয়ায় ছিনতাইয়ের পরদিনই ৪ ছিনতাইকারীর দুজন গ্রেপ্তার

পটিয়ায় ছিনতাই ঘটনার একদিন পরই গ্রেপ্তার হয়েছে দুই ছিনতাইকারী। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া টাকা, একটি সুইচ গিয়ার ছুরি এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম ওয়াসার কর্মচারী মো. আমিন হোসেন (৫৫) বন্ধুর সঙ্গে দেখা করতে সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় পটিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের পাইকপাড়া এলাকায় আহমদিয়া ছায়েরীয়া পৌর জামে মসজিদের পাশের কাঁচা রাস্তায় যান। সেখানে পৌঁছানোর পর চার ছিনতাইকারী তাদের কাছ থেকে নগদ সাড়ে পাঁচ হাজার টাকা এবং বিকাশের মাধ্যমে ১১ হাজার ৪৫০ টাকা সেন্ড মানি করে মোট ১৬ হাজার ৯৫০ টাকা ছিনিয়ে নেয়।

ঘটনার পরপরই ভুক্তভোগী পটিয়া থানা পুলিশকে বিষয়টি জানান। এরপর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান অভিযান চালানোর নির্দেশ দেন।

পরদিন (২৮ অক্টোবর) রাতে পটিয়া পৌরসভার পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই ছিনতাইকারী মো. রায়হান (২০) ও মো. রাকিবকে (১৯) গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, একটি সুইচ গিয়ার ছুরি এবং ছিনতাইয়ে ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক মো. জুয়েল উদ্দিন, সহকারী উপপরিদর্শক মো. হাবিবুর রহমান খান ও মো. নাঈম হোসেন।

জানতে চাইলে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান আলোকিত চট্টগ্রামকে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

কেএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm