পটিয়ায় দ্রুতগতির অটোরিকশা ও বেপরোয়া গতির লবণবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) গভীর রাতে পটিয়া-বোয়ালখালী সড়কের মিলিটারি পুল এলাকায় হাক্কানি পেপার মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— অটোরিকশার যাত্রী ৫ বছরের শিশু ফাহিম, তার ফুফু রুমি (২৫) এবং অটোরিকশা চালক আনোয়ার (৫৫)।
যাত্রীদের বাড়ি পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন গ্রামে। অটোরিকশা চালকের বাড়ি বোয়ালখালী উপজেলার আহল্লা দরবার শরিফ এলাকায়।
জানা যায়, গভীর রাতে যাত্রী নিয়ে দ্রুতগতির অটোরিকশাটি পটিয়ার দিকে যাচ্ছিল। অপরদিকে বোয়ালখালীর দিকে আসছিল বেপরোয়া গতির ট্রাকটি। অটোরিকশাটি মিলিটারি পুল থেকে নামছিল এবং প্রায় ৮ টন লবণ বোঝাই ট্রাকটি পুলে উঠছিল। এ সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
এদিকে পুলিশ জানায়, ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।
আলোকিত চট্টগ্রাম