‘প্রতিবন্ধীরা আমাদের সন্তান, সমাজের অবিচ্ছেদ্য অংশ’—এমপি নদভী

‘প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। তারা শারীরিক, মানসিক অক্ষমতা বা অসুবিধার কারণে স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। প্রতিবন্ধীদের সীমাহীন দুঃখ-দুর্দশা উপলব্ধি করতে পারেন সেসব সংবেদনশীল মানুষ যারা অন্যের দুঃখ-বেদনাকে সহমর্মিতার দৃষ্টিতে দেখেন। এজন্য প্রতিবন্ধীদের প্রতি অকৃত্রিম ভালোবাসা, সুযোগ-সুবিধা ও সাহায্য-সহৃদ্যতার হাত বাড়ানো দায়িত্বশীল মানুষ হিসেবে আমাদের অবশ্যকর্তব্য।’

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়ন শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের সম্প্রারিত ভবন উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী একথা বলেন।

তিনি আরো বলেন, মানুষ হিসেবে বেঁচে থাকার ন্যূনতম মৌলিক অধিকারগুলো তাদেরও ন্যায্যপ্রাপ্য। তাই প্রতিবন্ধীদের প্রতি আন্তরিক ভালোবাসা প্রদর্শন ও সহানুভূতিশীল হওয়া অত্যাবশ্যক। অনেক সুস্থ মানুষ যা পারে না তা করার সুপ্ত প্রতিভা তাদের রয়েছে। আমাদেরকেই সেই প্রতিভাগুলো বিকশিত করার সুযোগ করে দিতে হবে। সমাজে তাদের সুন্দর স্থান করে দিতে হবে। প্রতিবন্ধীরা যেন সমাজে সম্মানের সঙ্গে বেঁচে থাকতে পারেন সে ব্যবস্থা করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন : একমঞ্চে নদভী—বিপ্লব—আমিন, লড়বেন হাতে হাত রেখে কাঁধে কাঁধ

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবীব জিতুর সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন চট্টগ্রাম সমাজসেবা উপ-পরিচালক মুহাম্মদ শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসাইন মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, লোহাগাড়া ইউনিয়ন চেয়ারম্যান নুরুচ্ছফা চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, আওয়ামী লীগ নেতা এইচএম গনি সম্রাট, নুরুল আলম জিকু, পদুয়া ইউনিয়ন চেয়ারম্যান জহির উদ্দিন, চরম্বা ইউনিয়ন চেয়ারম্যান মাস্টার শফিকুর রহমান, কলাউজান ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, আধুনগর ইউনিয়ন চেয়ারম্যান নাজিম উদ্দিন, বড়হাতিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ জুনায়েদ, আমিরাবাদ ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ ইউনুচ, চুনতি ইউনিয়ন চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু, জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য সমাজকর্মী মুহাম্মদ আরমান বাবু রোমেল, উপজেলা যুবলীগের আহ্বায়ক জহির উদ্দিন, লোহাগাড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফজলে এলাহি আরজু, লোহাগাড়া উপজেলা সামাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসনে, পটিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা রায়হানা আক্তার প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ করা হয়।

সাত্তার/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!