রাউজানে নিখোঁজ ব্যবসায়ী সাহেদ হোসেন বাবুর (৩৭) লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) রাত ৪টার দিকে হালদা নদীর নোয়াপাড়া ছায়ারচর থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম।
সাহেদ হোসেন বাবু উপজেলার উরকিরচর ইউনিয়নের উরকিরচর এলাকার মরহুম এসএম ইউছুফের ছেলে।
জানা যায়, গত ৭ আগস্ট রাত ৮টায় নিজের ফার্ম থেকে হালদা নদীতে নৌকায় বাড়ি ফেরার পথে উরকিরচর ও বাড়িঘোনা এলাকার পুরাতন হালদা নদীর উপর স্টিলের ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে নৌকা উল্টে যায়। এসময় ব্যবসায়ী সাজেদ হেসেন বাবুসহ নৌকায় থাকা চারজন নদীতে পড়ে যান। অন্যরা সাঁতরে প্রাণে বাঁচলেও ব্যবসায়ী সাহেদ হোসেন বাবু নদীতে তলিয়ে যান।
এ ঘটনার পর নৌপুলিশ ও রাউজান ফায়ার স্টেশনের সদস্যরা নদীতে টানা অভিযান চালিয়ে অবশেষে লাশ উদ্ধার করতে সক্ষয় হয়।
এসএ/আরবি