নৌকার ইঞ্জিনের মোটর কিনতে আসাই কাল হলো স্বেচ্ছাসেবক লীগ নেতার

কর্ণফুলী উপজেলার স্বেচ্ছাসেবক লীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমানকে (৪৯) গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে নগরের জুবলী রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার মিজানুর রহমান কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর গ্রামের কবির মেম্বার বাড়ির মৃত আয়ুব আলীর ছেলে। তিনি স্বেচ্ছাসেবক লীগের পাশাপাশি কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইছানগর সদরঘাট সাম্পান টেম্পু মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।

আরও পড়ুন : চট্টগ্রামে রাতের আঁধারে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা

স্থানীয় সূত্রে জানা গেছে, মিজানুর রহমান সোমবার বিকেলে নৌকার ইঞ্জিনের বৈদ্যুতিক মোটর কেনার জন্য জুবিলী রোডে যান। সেখান থেকে পুলিশ তাঁকে আটক করে।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল করিম বলেন, মিজানুর রহমানকে থানা হাজতে রাখা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে। তাঁর বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে।

জেজে/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm