খাগড়াছড়ির দীঘিনালায় নেশার ঘোরে বাবাকে খুন করেছে ছেলে। বাবা মো. মিন্টু মিয়াকে (৫০) দা দিয়ে কুপিয়ে খুন করে মাদকাসক্ত ছেলে মো. জসিম উদ্দিন জনি।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরা সাড়ে ৩টার দিকে মেরুং ইউনিয়নের জামতলী বাঙালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পেশায় দিনমজুর মিন্টু মিয়া ওই গ্রামের মো. মোবারক হোসেনের ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে আইনজীবীকে কুপিয়ে খুন, দুই ভাই—বৌদিও ছিল হত্যার মিশনে
পুলিশ সূত্রে জানা যায়, মিন্টু মিয়ার ছেলে জনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। প্রায় সে নেশার ঘোরে টাকার জন্য পরিবারে অশান্তি করত। শুক্রবারও নেশা নিয়ে বাবা-ছেলের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে জনি তার বাবাকে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে পরিবারের লোকজন উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে জনি পলাতক রয়েছে।
দীঘিনালা থানার এসআই শেখ মিল্টন রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আলোকিত চট্টগ্রাম