‘ক্ষুধার জ্বালা’—পাহাড় থেকে নেমে এলো ১৯ হাতি

ক্ষুধার জ্বালায় পাহাড় থেকে নেমে এসেছে একদল বন্য হাতি। কক্সবাজারের চকরিয়ার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ছিরামোড়া এলাকায় খাবারের খোঁজে এই হাতির দলটি লোকালয়ে হানা দেয়। এ দলে প্রায় ১৯টি হাতি রয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা।

শুক্রবার (২৭ আগস্ট) সকাল ৬টার দিকে বন্য হাতির দল লোকালয়ে এলে এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: বন্যহাতি এবার প্রাণ নিল বৌদ্ধ ভিক্ষুর

সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের মেম্বার নুরুল আমিন বলেন, পাহাড় থেকে একটি বড় বন্য হাতির দল খাবারের খোঁজে লোকালয়ে চলে আসে। এই দলে প্রায় ১৯টি হাতি রয়েছে। এতে এলাকাবাসী আতঙ্কে রয়েছে।

যোগাযোগ করা হলে কাকারা বন বিট কর্মকর্তা কামরুল হাসান আলোকিত চট্টগ্রামকে বলেন, হাতিগুলো পাহাড়সংলগ্ন লোকালয়ে খাবারের সন্ধানে এসেছে। এরা নিয়মিত আসে। সন্ধ্যার পর তাদের আবার পাহাড়ের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

মুকুল/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!