নিহত মিতুর সন্তানদের কথা শুনতে চায় পিবিআই

এবার বাবুল আক্তার ও মাহমুদা আক্তার মিতুর দুই সন্তানের সঙ্গে কথা বলতে চায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এজন্য আদালতে আবেদন করা হয়েছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক।

শুক্রবার (১৪ জানুয়ারি) এ কর্মকর্তা বলেন, দুই সন্তানের সঙ্গে কথা বলার জন্য আদালতে আবেদন করা হয়েছে। আশাকরি রোববার আবেদনের বিষয়ে শুনানি হবে।

আরও পড়ুন : মিতু হত্যা মামলা—আইনজীবীর আবেদনে বদলে গেল তদন্ত কর্মকর্তা

আদালত সূত্রে জানা যায়, মিতু হত্যার ঘটনায় বাবুল আক্তার যে মামলা করেছিলেন, সেটির তদন্ত শেষ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পিবিআই। কিন্তু আদালত চূড়ান্ত প্রতিবেদন না নিয়ে মামলাটি আরো তদন্তের নির্দেশ দেন। এছাড়া মিতুর বাবার করা মামলাটিও তদন্ত করছে পিবিআই।

স্ত্রী মিতু হত্যার ঘটনায় ২০১৬ সালের জুনে নগরের পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার।

গত বছরের ৩০ ডিসেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ওই মামলায় বাবুল আক্তারকে গ্রেপ্তারের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৯ জানুয়ারি চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মু. আবদুল হালিমের আদালত তা মঞ্জুর করেন। এরপর নিজের করা মামলায় গ্রেপ্তার হন বাবুল আক্তার।

এর আগে মিতুর বাবা মোশাররফ হোসেনের করা হত্যা মামলায় বাবুলকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। এই মামলায় গ্রেপ্তারের পর বাবুল আক্তার এখনো কারাগারে।

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন সকালে নগরের ওআর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!