নগরের রেয়াজউদ্দিন বাজারে বিভিন্ন দোকান থেকে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ জব্দ করেছেন চট্টগ্রাম সিটি করেপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১০ এপ্রিল) সকালে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এছাড়া একই অভিযানে বাজারে নিত্যপণ্যের বাজারদর তদারকি ও মূল্য তালিকা যাচাই করা হয়।
আরও পড়ুন: দোকানে পলিথিন রেখে মামলা খেল রিয়াজউদ্দিন বাজারের ৬ ব্যবসায়ী
নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী জানান, পরিবেশবান্ধব নগর গড়ার লক্ষ্যে রেয়াজউদ্দিন বাজারের বিভিন্ন দোকান থেকে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে। এ সময় দোকানদার ও ক্রেতা সাধারণকে পলিথিন ব্যাগ বর্জনের নির্দেশনা দেওয়া হয়। এছাড়া বাজারে নিত্যপণ্যের বাজারদর তদারকি ও মূল্য তালিকা যাচাই-বাছাই করা হয়।
অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করে।
আরবি