নগরের পাঁচলাইশ থানা এলাকায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত মো. সারোয়ার (৩০) বাঁশখালী চাম্বল এলাকার খোরশেদ আলমের ছেলে।
মঙ্গলবার (১৩ জুলাই) বিকাল ৩টার দিকে পাঁচলাইশ হিলভিউ আবাসিক এলাকা রোডের ৮ নম্বর ব্লকের ডা. নেজামের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শীলব্রত বড়ুয়া আলোকিত চট্টগ্রামকে বলেন, সারোয়ার পাঁচলাইশ হিলভিউ আ/এ ব্লকের ৮ নম্বর রোডের ডা. নেজামের নির্মাণাধীন ভবনে শ্রমিক হিসেবে কাজ করতেন। কাজ করার সময় অসাবধানতাবশত আট তলার ছাদ থেকে পড়ে যান। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ মর্গে পাঠানো হয়েছে।
এএইচ/ডিসি